সত্যের সন্ধানে হেঁটে চলেছি আমি
ও পৃথিবী তোমার শেষ কোথায় বলো না
আমি হেঁটে হেঁটে ক্লান্ত পথ ফুরনায় না।


জন্ম যেমন আমার সত্য বাবা মা তেমনি
পৃথিবীর দরিদ্র মানুষ ও সত্য, কিন্ত কেন
দরিদ্র! ধনীদের জন্য নাকি ভাগ্য! ভাগ্য কি
জন্ম গত, নাকি সময়ের সাথে সাথে পরিবর্তন।


নোংরা জলে তোমার আমার জন্মের পুর্ব সত্য
সত্য, পবিত্র, অন্তর, অন্তর আত্নার সব কিছুই
কি ঐ নোংরা জলের অবদান! দিন যায় রাত
আসে, আসে নতুন দিন, নতুন স্বপ্ন নিয়ে।


মায়ের গর্ভে জন্ম আমার, দেশমাতা জন্ম ভুমি,
আলো-বাতাস, ধুলো-বালি, মাটির গন্ধ আমার
বেঁচে থাকার রসদ, সারা দুনিয়ায় অসুস্থ্য প্রতি
যোগীতা চলছে, নিজেদের স্বার্থে।


কেউ মানুষ মেরে, কেউ বা পরিবেশ ধ্বংস করে
আনন্দ খোঁজে, আবার কেউ অন্তর জ্বালায় জ্বলে
মরছে, কষ্ঠ পায়, সত্য মিথ্যার ধাঁ ধাঁধায় পড়ে
সত্যের সন্ধানে ছুটে চলেছি অবিরত।