ধনী মানুষেরা নিজেদের শখ, আহল্লাদ মিটাতে কত কি না
করে, আর অপর দিকে গরীব মানুষেরা দু’বেলা দু’মুঠো
ভাতের জন্য জীবন বিপন্ন করতে দ্বিধা করে না !


চৈত্র মাসে কাট ফাটা রোদ শ্রমিকরা রোদে পুড়ে মাথার ঘাম
পায়ে ফেলে তবেই  দু’পয়সা রোজগার করে সংসার চালায়,
এক বেলা খেয়ে এক বেলা না খেয়ে।


তবুও তাদের মধ্যে প্রেম, ভালবাসা, আনন্দের ঘাটতি নাই!
চাওয়া-পাওয়া অল্পতেই সন্তষ্ট। আর ধণীদের চাওয়া পাওয়ার
যেন শেষ নাই, আরো চাই আরো চাই !


মনুষ্যত্ব, বিবেক, ভালবাসা যেন সমাজ থেকে উঠে গেছে, জোর
যার মুল্লক তার, মানুষ ছুটছে ভাল থাকার পিছনে, কখনো হুচোট
খায় আবার কখনো উঠে দাঁড়ায়।


পৃথিবীর মানুষ গুলো কেমন যেন গোলমেলে মনে হয়। মানুষের
মাঝে শেণী বিভাগ, যা এই সমাজের মানুষেরাই ঠিক করে, ধন
সম্পদের মাপকাঠি দিয়ে ! লেখাপড়া, জ্ঞান, প্রেম, ভালবাসার  
যেন এখানে কোন স্থান নাই।