তোমাকে পলাশ শিমুলের ফুলের রাজ্যে
দেখেছিলাম এক ঝলক,
সে কি মায়াজাল নাকি চোখের ভুল।
সে যাই হোক তখন থেকে হৃদয়ের মাঝে
করছে হাহাকার।
আবার কবে যাব, কিভাবে যাব, কেমন করে যাবো
ভাবছি বার বার।
আমাকে তখন ঘিরে ধরে আগুন ঝরা চোখ
অদৃশ্য হাত, মাঝে মাঝে আড় চোখে চাউনি র বেড়া জাল,
ঘিরে ফ্যালে ট্রাফিক জ্যাম, উঁচু উঁচু দালান,শহরের সরু গলি
পথে পুরুষ আর নারী দেহের মিলন,
কি করে বলব তোমায়! যাই কোন পথে?
আমার দেহ মন প্রাণ সঁপেছি তোমায় যদি হঠাৎ ঝরে পড়ে,
আমার প্রাণ রাস্তার উপরে ....................তবে!
আমার দেহের রক্ত তোমার পলাশ শিমুলের লাল রং
এক সাথে মিলিত হতো।
পৃথিবীতে চলছে হার-জিতে র নোংরা খেলা
আমি গোলক ধাঁ ধায় শ্বাস নিতে নিতে ভালবেসে এক একবার
আঁকড়ে ধরি তোমায়, একি মায়া জাল নাকি চোখের ভুল।