দিনটা যেমন গুমোটে, মনটা তেমন তামাটে
অনেক চিন্ত মাথায় আসে, ফলাফলের পাত্তা নাই।
দিনের বেলায় কাজে ব্যাস্ত, চিন্তা করার সময় নাই,
মাঝে মাঝে বস ডাকে, ফয়-ফরমাস দিতে থাকে।

কাজের কোন ভুল পেল, রুক্ষ মেজাজ উগলে ঢালে,
কোন কিছু বলা য়ায় না, কানে কথা শয্য হয়না।
কাজকে আমি শ্রদ্ধা করি, মুখ বন্ধো শয্য করি,
পেটের দায়ে চাকুরী করি, আত্ম-সম্মান ধারন করি।

মানুষের চরিত্র গঠন হয় একটু একটু করে,
নষ্ট হতে সময় লাগেনা গুরু জনে বলে ।
কাজের শেষে ট্যায়ার্ড হয়ে বাড়ী ফিরি সন্ধ্যায়
মনে অনেক প্রশ্ন ঘুরে, রেজাল্ট পাওয়া দায় ।

সংসারের ঝামেলা মরার আগে যাবে না,
বউ বলে বাজার নাই, চাল আছে আটা নাই।
বাচ্চাদের লেখাপড়া এই টাকায় হবে না,
টাকার অংক না বাড়ালে, সংসারে  থাকব না।

সংসারের ইতি টেনে, চলে যাবো বাপের বাড়ী,
গাধার খাটুনি খাটি আমি সংসারের অভাব-জানি!
ভালবাসার খামতি নাই, সংসারে সুখ তাই।