ছোট ছোট দুঃখ মন কে করে ভারাক্রান্ত
দুঃখ যদি হয় বড় মনটা হয়ে যায় শান্ত
মাথায় কোন কাজ করে না বোধশক্তি হারায়।
আবার ছোট ছোট সুখ মনকে করে প্রফুল্ল
হঠাৎ পাওয়া সুখ বাক শক্তি হারিয়ে যায়।


জীবন মৃত্যুর সন্ধি ক্ষনে জীবন যখন চলে
পরিবারের সদস্যরা আতংকিত প্রহর গুনে।
মায়ের বুকে তুষের আগুন ধিকিধিকি জ্বলে
জন্মের স্মৃতি সামনে এলে নিভৃতে মন কাঁদে।


মনকে বুঝায় কেমন করে ছেড়ে যাওয়ার জ্বালা
এদিক সেদিক চারিদিক দেখি মন করে উতলা।
জন্মিলে মরিতে হবে এ যে বিধাতার বিধান
তবুও মানুষের কষ্ট হয় মেনে নেয়া দায়।