ভাগা ভাগি র দুনিয়াতে জন্মেছি মোরা
মানুষের মত বহিরাবরণ মনুষ্যত্ব বিহীন
প্রতিদিন ভোর হয় নতুন বার্তা নিয়ে
সমাজে বসবাস শঠতা আর কপটতা নিয়ে।


রেল গাড়ীর মত চলছে জীবন থামবার ফুরসত নেই,
ভাগ্য দেবীর দোহায় দেয় মোরা চেষ্টার বিপরীতে
আলো ঝলমল জগতে তৈরি করেছে কখন
টিকে থাকার প্রতিযোগী তায় খড় কুটো ধরো যখন।


অক্টোপাসে র মত চারিদিকে ঘিরে ধরেছে তোমায়
দুঃখ,কষ্ট ,না পাওয়ার বেদনা করবে দুর্বিষহ
বেঁচে থাকার আকুতি লড়বে তুমি সঙ্গী হবে না কেউ
জীবন মৃত্যুর ঘোর প্যাঁচে পড়ে করবে বাঁচার আকুতি !


সমাজের মাঝে বেঁচে আছে মানুষ ;
করছে সত্য মিথ্যার বেসাতি।
তবুও মানুষ আশার প্রদীপ জ্বালায় মনের খেয়ালে
ইতিহাস তার সাক্ষী, সত্যের জয় হবেই হবে
বঙ্গবন্ধু তুমি ঘুমাও টঙ্গী পাড়ায় আমরা পাহারাদার
তরুণ প্রজন্মে র কাছে মশাল দিয়েছি শক্ত করে ধরবার।