তিন চাক্কার শ্রমিক আমি
নিজের রিক্সা চালায়
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত
আমার দু’পা দৌড়ায় ।


সারাদিন পরিশ্রম শেষে
গৃহে যখন ফিরি  
ছেলে মেয়ে দৌড়িয়ে আসে
ভালবাসায় ভাসি!


সৎ পথে রোজগার করি
খাদ নাই তো তাতে
গায়ে গতরে খাটি আমি
গর্ভ সাথে থাকে।


গরীব ঘরের সন্তান আমি
খাস জমিতে থাকি
উচ্ছেদ উচ্ছেদ খেলা করে
নিত্য দিনের সাথী।


যার আছে অনেক বেশী
সে তো আরো চায়
খুঁজে খুঁজে খাস জমি
দখল করতে চায়।


আইন হলো তাদের পকেটে
বলার কিছুই নাই
যার কাছে আশ্রয় চায়
সেই তো ভাগ চাই ।