বুকে আমার ধীরে ধীরে ধুলোকনা জমা হচ্ছে
স্মৃতির কুন্ডোলীসহ দিন পার হচ্ছে নিত্যদিন
মনের মাঝে সাদাকাল ছবিগুলো শুন্যে ভাসে
হৃদয় আমার হাসে কাঁদে ফুটপাতে..........!


ক্ষমতার দাহে জ্বলে পুড়ে অস্থ্যির
নিম্ন মধ্যবিত্ত ঘরে জন্ম কিনা !
ছিন্ন ভিন্ন হৃদয় মাটি কাঁপে পদতলে
কোথায় আবাস কোথায় ধ্যানলীলা তবুও
ট্যানেলের মুখে মৃদু আলোর রেখা !


সব কিছু যেন গোলক ধাঁধায় নাচছে
শুকনো গোলাপে নেই তাতে আশা ভরসা
চোখের পাতায় ঘুমের রাণীর আলত পরশ
এখনো বাতাস করেনি আসা-যাওয়া !


শংকা আমায় তাড়া করে ফিরে
ধেয়ে আসছে অপঘাৎ
এলোমেলো সবকিছু তবুও স্বপ্নরা বাঁচে।