অন্তরে জিজ্ঞাসী মন কোথায় আমি কোথায় মন
প্রকৃতির বুকে চেয়ে আছি ভালবাসি ভালবাসি  
গোধুলী লগ্নে বর্ষাকাল কালো চাদরে ঢাকা আসমান
উদ্মাদনা বিবাগী মন আছড়ে পড়ে ধরনী তল।


বইছে বাতাস উল্টো পথে ছাতা মাথায় মেঠো পথে
বাছুর ছুটছে মায়ের কাছ কালো গাভীর হাম্বা ডাক
গোয়াল ঘরের দুয়ারে রাখাল ঘুমায় অঘোরে
গোয়ালীনির মন ভার প্রকৃতির স্বেচ্ছাচারী ভাব ।


গোয়ালীনির রুঢ় অচরণ রাখালের ভগ্ন মন
বর্ষার ভাব-বিলাসীতা স্পৃহা করে পুরন
মর্জি মাফিক বর্ষার বরিষন প্রফুল্ললোচন বদনে  
চক্ষু মেলিয়া মানুষ দেখে মননে বর্ষার আগমন।


ভালবাসার মুখ খানি রাহি হয় কুহেলিকা বৃত  
অনিমেষ পুলক দিগন্তে সমাচ্ছন্ন আমি তুমি স্ফীত  
ফিরে এসো অন্তরের গহীণে ভালবাসার পিরামিডে
আমি প্রহর গুনবো, থাকবো তোমার অন্তরে।