কেমন করে দিন গুলি চলে গেল বুঝে উঠা বড় কঠিন, সুখের
খোঁজে ছুটে চলেছি  অবিরাম।
পরিবারের  অমতে হাত ধরেছিলাম তোমার, পায়ে পা, হাতে
হাত রেখে ছুটে চলেছি, প্রাণের সুপ্ত ঘরে প্রবেশ, অপেক্ষা
মোরা সুখের গোড়ায়।


পরিবারের সিদ্ধান্ত বিরোধীতা মানেই অবাধ্যতা, ট্রেডিশনাল
আভিজাত্য ব্যক্তির স্বাধীনতা হরন, পরিবার প্রধানের কথাই
শেষ কথা, নিয়ম ভাঙ্গার খড়গ মাথায় নিয়ে উনত্রিশ বছর
র্নিবাসনে ব্যতিক্রম হয়নি কিছুই!


ট্রেডিশনাল পরিবারে প্রেম, ভালবাসা, আবেগ, নিজের মত
করে চাওয়া-পাওয়ার কোন মৃল্য নাই, থাকতে পারে না।
বর্তমান বিশ্ব প্রযুক্তি র্নিভর পৃথিবীটা মনে হয় হাতের মুঠোই
কিন্ত মনটা সেই আগের জায়গায় রয়ে গেছে।


নতুন প্রজন্মের কাছে আমার আবেদন ট্রেডিশনাল বিষয় গুলো
আধুনিকতার ছোঁয়া লাগাক, জীবনকে বিকোশিত করার দ্বার
উন্মুক্ত করুক, ঘরের ভিতর ঘরের যেন, জন্ম না হয়।