অভিমানের করুন দৃষ্টি, তাকিয়ে আমার পানে
জল ছলোছলো নয়ন দুটো মুখে নাহি বানী।
ক্ষণিক সময় থেকে যাও বন্ধু বলবো নাতো কাল,
ভালবেসেছিলুম অন্তর দিয়ে এইতো আমার হাল।
গোধুলী লগ্নে যাওয়ার কালে অন্তর ক্ষরণ অন্তরে
হৃদয়ের দরজা বন্ধ করে থাক তুমি কেমন করে।
দখিনা বাতাসে এলোকেশী চুল মুখে অনামিকা র স্পর্শ
জলের ধারা গড়িয়ে পড়ে উর্বশীর পরে!
অভিমান তোমার বর্হিরাবনে ভিতরের দেয়াল খোলা
ভালবাস তুমি আমায় চোখ করে জ্বালা।
হৃদয় ভেঙ্গে টুকরো টুকরো অন্তরে প্রেমের জ্বালা
মেঘের আবরণে মুখ লুকিয়ে মনের দরজা খোলা।