যে আমার বার বার ভাঙ্গে ঘর
তার লাগি আমি বাঁধি ঘর
হৃদয় যে আমার পাগল পারা
কোন বাঁধনে তার মন পড়েনা বাঁধা............!


ঠিকরে পড়ে সুর্যের রস্মি নদীর জলে
ঢেউর তোড়ে করে লুকোচুরি
চোখের তারায় আলোর মেলা করে ঝিলিমিলি
নদীর কুলে বসি ভালবাসার ঢেউ গুনি।


ঘরের উঠোনে শিউলী বেলী ফুল করে জড়াজড়ি
দখিনা বাতাস বাতায়নে লাগি হৃদয়ের দরজা খুলি
তবুও মন আশায় বুক বাঁধে তার লাগি ।


তুমি ছেড়ে গেলে করলে আমায় পাগল
যত বার বাঁধি ঘর ততো বার ভাঙ্গ তুমি
কেন বেহায়া মন তোমারই তরে তোমারই লাগি।