হলুদ রংয়ের ময়না পাখি
কেন আমায় ডাকি ডাকি,
মন যে ভাল না।
মনের আবার দোষ কি;
শরীর যে ভাল না,
মন যে কখন কি চায়
বলতে পারি না।
আমার মত উড়তে শিখ
মুক্ত হাওয়ায় ঘুরতে শিখ
বাধা মেনো না।
খাবার খোঁজে ঘুরি আমি
এ ডাল থেকে সে ডালে বসি
মন যে মানে না।
প্রজাপতি প্রজাপতি কেন
কর তুমি  নাচা নাচি,
ভাল লাগে না।
মুক্ত বাতাসে ভর করেছি
ভালবাসা ছড়িয়ে দিয়েছি
তুমি দেখ না।
দোয়েল, শ্যামা, চড়ই পাখি
কেন করছো ঝগড়া ঝাটি!
বন্ধুর সাথে বন্ধুর দেখা
মনের ভিতর জমানো কথা
তর যে সয় না।
নীল আকাশে উড়ব মোরা
বাধা মানব না।