ঘরের ভিতর বন্দী জীবন ভাবতে ভারী মজা
বাহির থেকে জীবন তাজা লাগছে ভারী মজা।
অনুসন্ধানে হৃদয় কাঁপে কাড়ে সবার মন
ধরণীতে ভারসাম্যের অভাব গাছ পালার হয় মরন।


স্বাভাবিক প্রকৃতি বিলুপ্ত প্রায় মনুষ্যত্ব হীন লোভে,
প্রকৃতির বিকাশ নষ্ট করছে লোভ লালসার ফাঁদে,
গ্রাম আর গ্রাম নাই গড়ে উঠেছে নগর
নদী শুকিয়ে ক্যানেল হলে পুকুরের হয় মরন ।


চারিদিকে তাকিয়ে দেখ উঁচু উঁচু ভবন
এটাই নাকি আধুনিক যুগের সভ্যতার নিদর্শন
উঁচু ভবনে র মনের ইচ্ছা আকাশে ছুঁতে চাই
উপর থেকে ধরায় দেখ মানুষের দেখা নাই।


ষড় ঋতুর আমূল পরিবর্তন ভুবন তরী র মাঝে
শীত কালে বর্ষা নামে বসন্তের খোঁজে।
জল বায়ুর পরিবর্তন হলে ক্ষতি আবার কিসের  
ক্ষম তারই জাহির করে উদর পিন্ডি বুদড় ঘাড়ে।