বিবেক ছাড়া মানুষ যেমন হাল ছাড়া তরীর মতন
তরীর মাঝে বৈঠা নাই বিবেক ছাড়া মানুষ নয় ।
উল্টো ডাঙ্গার মানুষ গুলো, ডাঙ্গায় মাছ ধরে
বিবেক বুদ্ধি হারিয়ে তারা মানবের ক্ষতি করে।


মনের সুখে নেশা করে, নেশার ঘোরে হাসে কাঁদে,
সংসারে মন নাই ছেলে মেয়ের খবর নাই।
ছলে বলে কৌশলে গরীব মানুষদের বিপদে ফেলে  
জোতদারের কুট চালে গ্রামের মানুষ সমঝে চলে ।,


জোতদারের গোলা ভরে, প্রান্তিক চাষী খেটে মরে  
আধা পেটা খেয়ে তারা জোতদারের হুকুম মানে ।
জোতদার খায়েশ মিটায়, গরীবের ঘরে হাত বাড়ায়,
মুখের আহার কেড়ে নেয়, মাস্তান দিয়ে দমিয়ে রাখে
মুখ খুলেনা জানের ভয়ে, ক্রীতদাস সেজে থাকে!,


জোতদারের রং-মহলে নিত্য নতুন রমনীদের আনে
জোতদার ফুর্তি মারে, পেটের দায়ে ওসব করে,
জোট বাঁধে রমনীকুল জোতদারের চোখে সরিষার ফুল।

জোতদারের গিন্নির চক্ষু লাল, দিন বদলের সুচনা কাল,
গরীবদের চোখের মনি, নের্তৃত্ব দেয় জোতদারের গিন্নি,
রংমহলের চারিপাশে গরীব মানুষেরা জোট বাঁধেছে।
জেগে উঠেছে রমনীরা আজ, জোতদারের মাথায় হাত।