বসন্তের উদ্যানে গোলাপ হাতে
দাঁড়িয়ে আছো তুমি!
যৌবনের ঘাটে তরী ভিড়েছে  
অবাক হয়েছি আমি,
হিয়ার মাঝে কাঁপন তুলেছে
বসন্তের আগমনে।


মায়াময়ী উর্বশী তুমি, তুমি ঝর্ণাধারা
অবগাহনের জিঘাংসা মনে বাধায়
পাগল পারা, এলোকেশে দখিনা বাতাস
দুলায় তোমার কেশ, অন্তর গহনে
বাজনা বাজে উতালা করে মন!


চকিতে তোমার অট্টহাসি, শ্রবণে
অবাক হই। স্বপ্ন ভঙ্গ হয়েছে আমার
তোমার পানে চেয়ে রই!
পদ-যুগলে নুপুর পরা, নাকে নোলক
খানি, বাতায়নে বসে দেখি তোমার
অপরুপ খানি।


ডাহুক ডাকে বাঁশের ঝোপে, হিজল
গাছের ছায়া, হংসরাজি কোলাহলে
মেতেছে, আসছে সন্ধ্যা বেলা।
নিত্যদিন দেখি তোমায় হিজল গাছে
বসি, ভালবাসি বলব তোমায় সাহস
নাহি করি!