দুর-দিগন্তে আমরা সবাই করছি তামাশা
ছলচাতুরী করছি আমরা সত্যি বলছি না
যোগ্যতার মাফকাঠি নাই আছে শুধু তেলবাজি


মানুষের আছে তিনটি হাত ডান বাম অযুহাত ।
তৃতীয় হাতের ক্ষমতা বেশী বাকি দুইটি অলস
পুঁজিবাদের দুনিয়াতে গিরগিটিরা সবাই সরব
সুযোগ বুঝে হুল ফুটায় প্রলেপ লাগায় পরে ।


মানুষ দুনিয়ার চিন্তা পরে, স্বার্থ খুঁজে আগে
নিজের স্বার্থ পুরন হলে আস্ফালন সে করে  
পুঁজির সাথে পুঁজির দ্বন্ধ দেখছি জনম ভরে ।


পুঁজিপতির ইশারায় দেশোত্ববোধ দুরে যায়
রাজনীতিতে ক্ষমতাধর কথা না শুনলে মরার খবর
রাজনীতিবিদের কথার ঝুড়ি পায়ের তলার মাটি চুরি
স্লিপ কেটে পুঁজির ঘাড়ে দোলনায় দুলে হিসাব কষে।


মধ্যবিত্ত সুবিধা ভোগী পুঁজির রাজ্যে উল্টো বাজি
পুকুর চুরি, মিডিয়া বাজী, অন-লাইনে কারসাজি
গোলক ধাঁ ধাঁয় পড়ে মানুষ ঘুরপাক খায় নিরোবধি !  


তিমির মাঝে পথ হাতড়ায় লেফাফাদুরত্ব
উদয়াস্ত ছায়ালোকে মানুষ খুঁজে হামেশা
পুঁজিবাদের খোলস বদলায় উম্মোচন করে জিঘাংসা।