ভূমিকম্পে পুরো এলাকা কেঁপে উঠে
আতংক সৃষ্টি করে মানব জীবনে, হারিয়ে
যাওয়ার ভয়, ধ্বংস হয়ে যাওয়ার ভয়।
মানব দেহের হৃৎপিণ্ডের ভেন যদি বিকল
হয়, মৃত্যুর প্রহর গুনে, তবুও বেঁচে থাকার
আকুতি, শেষ চেষ্টা চালায়।


করোনা ভাইরাস কলোনি বেঁধেছে ধরায়
আতংক ছড়িয়ে পড়েছে মানব মনে,
কর্ম হারিয়ে কর্ম হীন, শ্রম বিনিময়ে বাধা
নতুন করে আবার লক-ডাউন, যা মানুষকে
মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে।


আত্মীয়-স্বজন বেড়াতে যায়না, দূরত্ব বজায়
রাখে, গায়ে হাত দিয়ে আদর করা ভুলে যাচ্ছে,
ভালবাসার আলিঙ্গন নাই, কেমন যেন ভয়,
আমি ও কি আক্রান্ত হচ্ছি!


শেষ বিদায়ে আর মানুষ একত্রিত হচ্ছে না,
নীরবে মাটি চাপা দিচ্ছে বা শেষকৃত্য করার
জন্য শুধু নিজেদের দু’এক জন ছাড়া কেউ
আসে না, যদি আক্রান্ত হয়ে পড়ে !
এভাবে আর কত দিন?


একাকী চারিদিকে যখন তাকায় মনের কষ্ট
দুঃখ বাসা বাঁধে, ভিতরে ভিতরে ক্রোধ চাপা
দিয়ে রাখি, ভাইরাস কিন্তু কোন নিয়ম না মেনে
চলাচল করছে কি অশিক্ষিত কি শিক্ষিত মানুষ,  
ভেবে পায় না, কি করা উচিত!


(গত ২২.০৬.২১ইং তারিখ করোনা আক্রান্ত অবস্থায় লেখা)