ধরিত্রীর বর্তমান অবস্থা দেখে ভাবছি ! লোকালয় ছেড়ে জঙ্গলে বসবাস করব,
প্রকৃতি মা দিবে বিশুদ্ধ জল ও বায়ু লোকালয়ে পলিউশন,
খাবার জল হয়েছে বিষাক্ত।
ভাবছি ;
আমি নিরব হয়ে যাব ছেড়ে দিবো লেখালেখি, শুধু শুধু রাত
জেগে মাথা খাটিয়ে লিখে কি লাভ ! পাঠকের অভাব, পড়তে ও
চাই না, জানতে ও চাই না।  
ভাবছি ;
উন্মাদ হবো ! মনের লাজ লজ্জা ছেড়ে দিয়ে কান কাটা হবো
ব্যক্তিত্ববোধ, লাজ লজ্জা থাকলে সমাজে হেই- প্রতিপন্ন করে !
পরিবারের লোকজন এড়িয়ে চলে।
ভাবছি ;
হৃদয়ের আবেগ, বিবেক আর লালন পালন করবো না, ছেড়ে দিব সব
শুধু শুধু হৃদয়ের গহীনে ক্ষরণ করে লাভ কি! নিজের ক্ষতি ছাড়া।
ভাবছি ;
সব কিছু ছেড়ে দিয়ে ভন্ড সাজব, দায়িত্ব,কর্তব্য, দায়িত্ববোধ থাকবে
না। ইচ্ছে মত অন্যায় অনিয়ম করতে পারব, হাতে পায়ে ধরে মাফ
চেয়ে নিবো।
ভাবছি ;
কেন আমি ধরিত্রীতে মানুষ হয়ে এলাম, কেন আমার বিবেক এত জাগ্রত,
কেন অন্যায় অবিচার দেখলে হৃদয়ে ক্ষরণ হয়, কেন রাতে ঘুম হয় না
কেন আমাকে এত অসহায় লাগে, নিজেকে দোষী মনে হয় !  
ভাবছি;
সৃষ্টিকর্তা ইচ্ছে করলে তো বিচার করতে পারে , পারে সব কিছু ধ্বংস করে দিতে,
আর অভিনয় করে চালাকী করে বেঁচে থাকতে ইচ্ছে হয়না !
সব কিছুর অবসান চাই।