মানুষ কেন অন্যের ভাল দেখে ঈর্ষান্বিত হয় বুঝি না
সে কি ভাবে কেন আমার হলো না
নাকি না পাওয়ার কষ্ট বেদনায় হিংসায় জেদ পরিনত হয়
অন্যের যা কিছু ভাল দেখে সহ্য করতে পারে না ।


আমার মনে হয় হয় এটা একটা সামাজিক ব্যাধি
অর্থ-বিত্তের অসুস্থ প্রতিযোগীতা
যা সমাজ কে কুলোষিত করছে হিংসার বিষ রোপণ করছে
সুস্থ পরিবেশকে অসুস্থ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে ।


সৃষ্টি কর্তা প্রতিটি জীব কে সৃষ্টি করেছে নির্দিষ্ট কারণে
ধরায় পাঠিয়েছে নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্যে সামনে রেখে
অসুস্থ প্রতিযোগীতা মনস্কামনা পুর্ন হতে পারে না
সমাধানের পথ রুদ্ধ হয়ে যায় তিক্ততা বাড়ে !


লোভ-লালশাকে মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না
আর যে পারে সে প্রকৃত মানুষ, এদের সংখ্যা নগণ্য
যে পথে মানুষের আগমন ঠিক সময় সৃষ্টিকর্তা সেই
পথে তুলে নেয়, শূন্য হাতে !


তবে কেন হিংসা বিদ্বেষ ! আমরা কি স্বাভাবিক জীবন
ভাবতে পারি না।