ভাদ্র মাসে পড়ার কুকুর গুলো দল বেঁধে ঘুরে
একে অপরের ভালবাসা সবার চোখে পড়ে
চোখের আড়াল হলে পরে ঘেউ ঘেউ করে ডাকে!


প্রকৃতির নিয়মে বার মাসে এক মাস দরজা খোলা
হৃদয়ের নিংড়ানো প্রেম ভালবাসা বিতরনে আলাভোলা
শক্রর সাথে বন্ধুত্ব করে শুধু ভাদ্র মাসে,
এগারো মাসে সীমানা প্রাচীর আড়ি দিয়ে চলে।


তবুও তারা আদর্শ মানে বিকায় না কোন কিছু
আদর্শে থেকে হটে না পিছু জীবন বাজী রাখে !
অবোলা জন্তু নিয়ম মেনে চলে বলা জন্তুর চেয়ে
সৃষ্টিকর্তার সৃষ্টিতে না জানি আরো কত কি বাকী আছে।


নিজের প্রতি নিজের বিশ্বাস প্রশ্ন জাগে মনে,
সুযোগ বুঝে আদর্শ বিকায় ভাবে না আগে পিছে
বিধাতা ধরায় পাঠিয়েছে মানুষ মনুষ্যত্ব সাথে দিয়ে
এই কাল শেষ কাল নয়, পর কালের কথা ভেবেছো কি কিছু ।