খোলা আকাশের নীচে খেলার মাঠের খুব অভাব
সর্বত্রই সুযোগ সন্ধানী দের দখলে
কমল মতি শিশুরা ঘরের খাঁচায় বন্দি
মনের আনন্দে খেলাধুলা থেকে বঞ্চিত
প্রাণ ভরে প্রকৃতির মুক্ত বাতাস টুকু নিতে পারে না!


আঠারো হাজার মাখলুকাত সৃষ্টি করেছেন খোদা-তায়ালা
সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হলো আশরাফুল মাখলুকাত অর্থাৎ মানব প্রজাতি
মানব প্রজাতির মনে এত লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ কেন
বেঁচে থাকার সূত্র গুলোকে কুক্ষি গত করছে দিনের পর দিন !


সূর্য উঠে দিন শেষে ডুবে যায়, জন্মিলে মরিতে হবে ধ্রুব সত্য
তবে কেন স্বল্প যাত্রায় এত লোভ, চাওয়া পাওয়া, অর্থ ক্ষমতার
অসুস্থ প্রতিযোগীতা চলছে ধরিত্রী তে !


বিবর্তনের মধ্য দিয়ে মানব জাতি সভ্য জাতিতে রূপান্তর হয়েছে
এই সভ্য জাতি সব কিছুকে ব্যবসা মানুষিকতা নিয়ে ছুটছে
বিরতিহীন ভাবে দিনের পর দিন।


মানুষের তো অবিনশ্বর হওয়ার কোন সুযোগ নাই
তবুও যা আছে তা নিয়ে তৃপ্ত নয় কেন আরো চাই আরো চাই
সমাজের প্রতি তাদের কোন প্রকার দায়বদ্ধতা নাই
তাই নব্বই ভাগ মানুষ বেঁচে থাকার সূত্র খুঁজে মরছে !