নদীর বুকে চর জেগেছে
জাগেনি মনের আলো!
ছুটে চলেছি জীবনের পরিক্রমায়
ভাল আর মন্দের মিশেলে !


আজ না হয় কাল ডুবে যাবে চর
অথৈই জলের তোড়ে
নিভে যাবে আশার প্রদ্বিপ
জালাবে না আর কেউ আলো।


নদীর তীরে বসত আমার
দেখেছি ভাঙ্গা গড়ার খেলা
এ খেলা খেলছে বিধি বিরহ সন্ধ্যা বেলা
তবুও আশা জাগানিয়া কেটে যাচ্ছে বেলা ।


আমি একদিন থাকবো ধরায়
হয়ত থেকে যাবে নদীর এই খেলা
রিক্ত আমি নিঃষ আমি
দুর থেকে বেজে উঠবে ভাঙ্গনের শংখধ্বণী।