বসন্ত তোমার মনে ফাগুন আসছে ধেয়ে
ফেলে যেয়ো না সখি ঝরা পাতার বনে,
কোকিল ডাকে কুহু কুহু পলাশ আর শিমুলে
মৌ মৌ গন্ধ বিলায় আমের মুকুলে।


ঋতু রাজ যৌবন বিলায় তোমা বিহনে
সংরক্ষিত বসনে রাখিয়াছি যতনে।
পড়ন্ত বিকেলে মেঠো পথে তোমার চরণে
আলতো পায়ে চলেছো সেথায় স্মরণে।


আনমনে তোমার চলা ভাবো কি আমায় মনে
সখি ফাগুন এসেছে মনে তোমা বিহনে ।
শ্বেত বলা কারা উড়ে যায় দেখ নীল গগনে
ভাবী তোমায় তোমার দেহের পরতে পরতে।


উজ্ঞ তোমার ভালবাসা সঙ্গে লুটো পুটি
আসুক না কেহ চিৎকার করে বলবো
তোমায় ভালবাসি ভালবাসি ভালবাসি ।


একি ! পাগল হলেম নাকি,
দেহের ভিতর বাঁধন হারা ঝরছে রসের ধারা
সখি আঁটকায় কেমনে তোমায় ভালবাসি ফাগুনে।