প্রতিটি মানুষের একটা গোপনীয় তা থাকে,
যা কাউকে বলতে পারে না বা বলা যায় না!
জীবনের পাতা থেকে কখনো কখনো উঁকি দিয়ে উঠে
গোপন দেরাজ গোপন চাবি মানি ব্যাগে র কোনায়
লুকিয়ে রেখেছি তোমার পরশ ভুলিনি আজ ও !


তোমার দেয়া রুমালে স্পর্শ হৃদয়ের ছবি আঁকে,দেরাজে
লুকিয়ে রেখেছি তোমার হাতের লেখা চিঠি গুলো, মাঝে
মধ্যেই ভাঁজ খুলে দেখি কি লেখা আছে আমাকে! স্বপ্নের
মাঝে ঘুরে ফিরে আসে তোমার সুন্দর বদন খানি!


তোমার চঞ্চলতা বিমোহিত করে ফেলে আসা দিন গুলি
ছাত্র জীবনে ক্লাস ফাঁকি দিয়ে আলম ডাঙ্গা’র বিলে ঘুরতে
যাওয়া লাল শাপলা নিবে বলে জেদ ধরা, অগত্যা ভিজে
তুলে আনা! চোখে মুখে আনন্দের ঝিলিক আজো মনে আছে।


দুপুর গড়িয়ে বিকেল গোধুলী লগ্নে হাতে হাত রেখে ফিরে
আসা তোমার দেহের উঞ্চুতা, যৌবন সুধা, জীবনের প্রথম
ভালোবাসার আলিঙ্গন, শরীরে কম্পন অন্য রকম অনুভূতি
ভুলার নয় !


তোমার স্মৃতি বয়ে বেড়ায় হৃদয়ের গহীনে গোপন কুঠিরে
হৃদয়ের গোপন চিলে কোটায় তুষের অনলে জ্বলে ধিকি ধিকি
কি ভাবে পারো, আমায় ভুলে অন্য কারো ঘরনী হয়ে !