সারা বছর এক বারো মনে করিনা আমরা
অফিস আদালতে সেমিনারে বদলায় নাই
সব কিছু আগের মত চলছে !
শুথু ফেব্রুয়ারী মাস এলেই নেমে পড়ি
কথায় আলোচনায় মিটিং মিছলে স্লোগানে
সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন চাই।


পিছনে চলে গেছে একাত্তর বছর সালাম
বরকত, রফিক, জব্বার সকল শহীদ স্বর্গ আছে !
সারাক্ষণ তাকিয়ে দেখছে তাদের দাবী পুরন হয়নি
জীবন দিয়ে বাংলা ভাষাকে দিয়ে গেছে প্রান
তারা কি অন্যায় করেছিল সেদিন ! মায়ের বুক খালি করে !


সরকার যায় সরকার আসে শুধু ভাষার মাসে তোড়জোড় শুরু হয়,
আমরা তাকিয়ে দেখি না জাপান, চীন, রাশিয় ইত্যাদি দেশে
নিজস্ব ভাষা ছাড়া অন্য কোন ভাষার প্রচলান নাই
তবুও বিশ্বে তারা কত পরাক্রমশালী! কিন্ত আমরা কি পারি না ।