চারিদিকে লালচে আভা, দিনের সুর্য উঠবে বলে
পাখি ডাক কিচির মিচির পৃথিবীর ঘুম ভাংবে বলে
ভোরের ঐ নির্মল হাওয়া ঘুমের বুড়ি হাসছে দুরে,
শীতের আমেজ ঘাসের মাথায় শিশির বিন্দুর সমাহার,
সদ্য ফোটা বেলী ফুলের বাগানে সুবাশ ছড়ায় চারিদিক
পাখির কলোতানে মনোমুগ্ধকর মাদকতা ভরিয়ে দেয় ।


পৃথিবীর আজ সেজেছে অপরূপ সাজে সবুজের মাঠ
সদ্যজাত শিশুর নিষ্পাপ হাসির মতন গগনে রবির কিরণ
ভোরের মৃদু মন্দ হাওয়া দোলা দেয় সামনের ধান ক্ষেতে  
মনের আবেগ উত্তাল হয়ে উগলে পড়ে ধরায়।


ভালবাসা, প্রেম, পশু পাখির ডাকে পৃথিবী শোরগোল,
শালিক পাখির খুনসুটি, ময়না টিয়ের লুকোচুরি, কোকিলের ডাক,
অজানা পাখির স্বাভাবিক বিচরন, মনকে নিয়ে যায়.... সেই
সুদুর অজানার কাছে .................।


পৃথিবীর রুপ এত সুন্দর, আবেগে আপ্লুত আমার মন,
সৃষ্টিকর্তার এক অপুর্ব সৃষ্টি এত মধুর, এত আপন,
ধীরে ধীরে রবি ঘুমের আড়মোড়া ভেঙ্গে জেগে উঠে
আলোকিত করে আর জন্ম দেয় নতুন দিনের।


বারান্দায় বসে কল্পনায় আবিস্কার করি তোমাকে............
হঠাৎ তোমার হাতের ছোঁয়া অনুভুত হলো হৃদয়ে
মনের ভিতর কেমন অনুভুতি বুঝাতে পারবো না তোমাকে!
এই সুন্দর পৃথিবীর মায়া, তোমার ভালবাসা, আবেগ, অনুভুতি
ত্যাগ করে একদিন চলে যেতে হবে ..............!!