প্রতিদিন পরিবারের সবাই............।
নিজেদের চাহিদা চাপিয়ে দেয় আমিনার উপর
মুখ বুজে সকলের চাহিদা পুরনে ব্যস্ত থাকে নিত্যদিন !


জন্মদাতা পিতা সবই দেখে না দেখার ভান করে থাকে
দু’নয়নে অশ্রু ঝরে মানে না কোন মানা
বুকের ভিতর হাজার কষ্ট যায় না কাউকে বলা
প্রতিবাদ করলে জায়গা হবেনা এই টুকু শুধু জানা।


ফাই-ফরমাস খেটে গভীর রাতে বই খাতায় দোস্তি
পরিবারের কেউ খোজ রাখে না পড়বে কেমন করে
সৎ মাকে প্রাণ খুলে মা ডাকে দেয় না কোন সাড়া!


দুঃখে যার জীবন গড়া রেজাল্ট হয় ভাল
তলে তলে চাকরী খুজে ভাগ্য হয় যে তার ভাল
বিভিন্ন ছুতায় অফিস করে দেয়না কাজে ফাঁকি।


গোয়েন্দা বিভাগে কর্ম করে আতংক সবার মনে
বাড়ীর সকলে অবাক হয় চাকরীর কথা জেনে
আমিনারা মুখ বুজে থাকে ভবিষৎ’র তরে ।


(কবিতায় আমিনা কাল্পনিক একটা চরিত্র)