আমি যখন সবাইকে জিজ্ঞাসা করি যেমন, আলো, বাতাস, অন্ধকার,
শব্দ ও নিঃশ্বাস-প্রশ্বাস কে বলতো কে আমি !
কি আশ্চার্য সবাই মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে আছে,
কেউ কোন উত্তর দিচ্ছে না ।

আমার খুব খুব রাগ আর অভিমান হলো, চিৎকার করে গাছপালা, ইট,
কাট, পাথর, মাটি কে জিজ্ঞাসা করলাম, তোমরা বলো না, আমি কে!
তাদেরও একই আচরন, কোন উত্তর নাই ।

আমি খুব অস্থির এবং বিচলিত, কেন! তারা এমন আচরন করছে
আমার জানার আকুতিতে কোন প্রকার খামতি রয়ে গেছে কি ?
হঠাৎ দুর থেকে শব্দ ভেসে আসছে কিন্ত পরিস্কার বুঝা যাচ্ছে না!

আমি চিৎকার করে বললাম, তুমি যেই হউ না কেন; জোরে পরিস্কার
করে বলো ”, কি বলতে চাও!
কি অদ্ভুত! বলল আমি তোমার বিবেক, তুমি মানুষ এই ধরনীতে  
তুমি সৃষ্টির সেরা জীব, তোমার মনুষ্যত্ব আছে, তুমি ব্যক্তি ও কর্মজীবনে
কতটুকু সঠিক পথে চলেছো তার হিসাব-নিকাশ আমার কাছে আছে।  
আমি .........!বিবেক।

তোমার জন্ম থেকে অদ্যাধি তোমার সাথে আমার বসবাস ভাল-মন্দের  
হিসাব-নিকাশ রাখা তোমার মনুষ্যত্ব কে জাগিয়ে তোলা আর অমানুষকে
ঘুমিয়ে রাখা আমার দায়িত্ব,.......................।

তুমি কখনও আমার কথা শুনোনি, তোমার মর্জি মত চলাফেরা করেছো,
আজকে তুমি প্রশ্ন করো তুমি কে ?

সৃষ্টির সেরা জীব হয়েও মানব কল্যানের জন্য তুমি কি করেছো ! জানি  
তোমার মনে নেই, তাই অস্থির ও চঞ্চল তোমার মন ।

শুনো বিবেক তোমার কাছে আমার কিছু বলার ছিল, বল ! বাকি যতটুকু
সময় বাঁচবো,” মানব প্রজাতির কল্যানের জন্য কাজ করে যাবো“।
তোমায় কথা দিচ্ছি, “ একটা সুযোগ দাও ”

দু....র থেকে অট্টো হাসি হেসে বিলিন হয়ে গেল, কি বললো .....
কিছুই বুঝা গেলো না।
গলা শুকিয়ে এলো শরীর ও মন দুটোই ভারী হয়ে এলো ......
হঠাৎ কোন এক শব্দে আমার ভোরের ঘুম ভেঙ্গে গেল ।