জীবনের বাস্তবতা অজানা পথে গমন  
প্রতি দিনের চলার পথে ব্যস্ততা ই মরন
যাওয়ার জন্য বিকল্প নাই, চলো রূপে অরূপে যাই
চলে যেতে যেতে নিত্য বিবর্তনের মধ্য দিয়ে যাই
স্থির চিত্ত থেকে চঞ্চল চিত্তে স্বরূপে অরূপে যাই।


কালের বিবর্তনে সময়ের স্রোতে আমরা দুরদুর এসেছি
বিবর্তনে নতুন জন্ম বিশুদ্ধ চিত্তে বার বার এসেছি ধরায়
ফলন প্রবণ দেহ, নিত্যবৃত্ত, বাস্তবায়িত মন, ভ্রমনে রত,
আঁষ্টে পৃষ্ঠে যুগল দেহ, জড়া জড়ি করে টেরা কোটায়
পুর্ন করে মধু নির্যাস খলনে পরিপুষ্ট নতুন দেহ
অবলীলায় আগমন ধরায়।


হাঁটি হাঁটি পা পা করে পুরো যৌবন বোধের ধরন
আকৃতি বদল সিদ্ধকাম মনি ঋষি বা বৈয়াকরণ
মুহূর্তের রথ যাত্রী, অনিত্য গড়ন, নীড় ভেঙ্গে
যাই সৃষ্টি কলরবে।
ভ্রমণ যাত্রা মরন যাত্রা নয়, মরন ভ্রমণ যাত্রা, জন্ম মৃত্যু
নির্ধারিত, দুই স্টেশন, মানুষ বদল যাত্রী,
রূপে অপরূপে দিগন্তে আসীন।