.    
      আমি আমার কাছে , হারছি প্রতিদিন
সময়ের কাছে বাড়ছে আমার , বিলাসিতার ঋণ
সিগারেটের মতো পুরছি , হাওয়ায় যাচ্ছি মিশে
নিজের জুতোর নিচে পরে , নিজেই যাচ্ছি পিষে ।
    
     তবু ও কলার উচু , ইন করা জামা
         বুদ্ধিজীবীর মাঝে বুদ্ধ হয়ে ,
      খেলছি সাপ সিঁড়ির ওঠা-নামা ।
  
     আমি আমার কাছে , হারছি প্রতিদিন
  চোখে চশমা ও তার ওপরে লাগিয়ে দূরবিন,
     ভাবছি আমি , দেকছি অনেক দূর
        হাত ঘড়িতে দম দিয়ে রোজ ,
           পাল্টাবো সময়ের সুর ।
ভাবছি আমি লড়াই ছাড়াই , হয়তো যাব জিতে
        সোনার মেডেল পড়বে গলায় ,
               বিনে খাটুনিতে ।


ভাবছি আমি ভাবনা গুলো , হয়তো হবে সত্যি
          আমার কথা শুনবে সবাই
      অমান্য কেউ , করবে না এক রত্তি ।
ভাবছি আমি শিখেছি অনেক জাদু , হয়েছি আলাদিন
      কপাল ঘুষে , আনিবো ডেকে স্বপ্ন ,
        রাখিবো তাদের , আমার অধিন
      আমি আমার কাছে হারছি প্রতিদিন ।।
      
      তবুও রাস্তার মোরে , গলার জোরে ,
      নিজের প্রশংসা , নিজেই যাচ্ছি করে  
       দেকছিনা নিজের ভেতর নিজেকে,
        কে যেন ধিরে ধিরে যাচ্ছে সরে ।
      কে যেন বলছে বাঁচা আমায়  বাঁচা
              আমি উড়তে চাই
           ভেঙ্গে ফেল সোনার খাঁচা,
     ভেঙ্গে ফেল শত অহংকারের দেওয়াল
         ফিরে আই নিজের মধ্যে নিজে
         ছিরে ফেল সময়ের মায়াজাল ।
          গিলে ফেল কঠিন সত্যের বিষ
              জানিয়ে দে নিজেকে
              তুইও বেঁচে আছিস
             তুইও বেঁচে আছিস ।
                    
                 *****
                (ধন্যবাদ)