.


   দূর হতে দূর , ঐ বহুদূর
     বাজিছে ভবের বাঁশি
খেয়াল স্রোতের , খেয়ালি সুর
      হইয়াছে উগ্রাসী ।
      হইয়াছে উগ্রাসী ।


মেঘের আঘাতে , বজ্র-পাতে
   ঝর-ঝর-ঝর , ঘূর্ণিপাক
বৃথা ক্রন্দন , চমকানি রাতে
    আসিছে ভবের ডাক ।
    আসিছে ভবের ডাক ।


আসিছে জোয়ার , ঐ নদী পার
     ঘনিছে কালের ছায়া
  রাক্ষসী দের নব অবতার
    বুনিছে নিশিত মায়া ।
    বুনিছে নিশিত মায়া ।


         *****
        (ধন্যবাদ)