দুনিয়া জোরা জাতের বড়াই,
জাত নামেতে ভায়া যত হইছে লড়াই।
হিন্দু-মুসলিম জাত লয়ে হলো ভাগ,
মনে লয় জাতেরে পোড়ায়ে করি খাক।
মিয়ার বেটা আব্রু দিয়া নারীরে করিলো রক্ষিতা,
হিন্দু-ব্রাহ্মণ নারী দিয়ে জ্বালাইলো চিতা।
এ ধরাতে চোখ খুলিলো যানিনে জাতে জাতে কিবা ভেদ,
কেবা কৃষ্ণ হইলো-কেবা শ্বেত,
মানুষ নামে জন্ম লইলে মানুষ নামেই ক্ষেদ?