অনেক অনেক দিন পর তোমার বাড়ীর
পাশে আমি ছোট্ট একটা বাড়ীতে থাকবো।
সেদিন এই আমি (পাগলা বিজ্ঞানী)
বৃদ্ধ হয়ে যাবো। জীবনের সন্ধানে তখন
অতীতের সেই দিনগুলিতে ফিরে যাবো,
যখন তুমি আর আমি একান্তে একটু
প্রেম করার জন্যে পার্কের কোনো
ঝোপের আড়ালে বসে দুজন দুজনার
হাত ধরে চোখে চোখে চেয়ে থাকতাম।
আহঃ কিযে তীব্র আবেগ উথলে উঠতো
হৃদয়ের গভীর থেকে! আজ তুমি কতো দূরে!
নতুন সুখের সন্ধানে নতুন পথপানে।
যাহোক, আবার যখন জীবনের সন্ধানে নামবো
তখন ইকটু পাগলামো করবো, কি করবো জানো?
প্রতিদিন ভোরে তোমার ঘড়ের কলিং বেল
বাজিয়ে একটা উপহার রেখে আসবো।
তুমি এসে দরজা খুলে কাওকে পাবে না,
পাবে শুধু শুভ্রতোয়া একগুচ্ছ ফুল!
তুমি ফুলগুলো তুলে নেবে, ঘ্রাণ নেবে,
সুভাশে আবেশীত হয়ে আয়ত চোখদুটু একটু
বুঝলেই কারো হাতের স্পর্শ অনুভব করবে,
যেন খুব চেনা চেনা, তবু কাওকে খুজে পাবে না।
আমি তোমায় ফাঁকি দেবো,
যেমন আজকে তুমি আমায় দিলে।
কি বলো, খুব মজা হবে তাইনা, মধুর প্রতিশোধ?