এ জগৎ বড় সহস্যময়।
আমি বাঁধনহারা বুনোহাঁস যদিবা
সকল মায়া ত্যাগ দিয়ে বনে ফিরে যেতে চাহি
তবেই কিনা হৃদপিন্ডে বেধে রাখা
একখানা অতি সুক্ষ সুতোয় টান পড়ে।
হৃদয়খানা চতুষ্পদের গলার ঘন্টির
মতন টুং-টাং করে বেজে উঠে।
আমি দরদ পাই।
একবার ফিরে দেখতে চাই।
পেছনে সজল চোখে দাঁড়িয়ে থাকে
এক হৃদয়হারিনী। তার পাপড়িসম ওষ্ঠ থরথর
কম্পমান তবু নির্বাক। ঐ অধরের কম্পন,
নয়নের আকুতি কি বলিতে চাহে তা আমি ভালোই বুঝি,
শুধু যা বুঝি না তা হলো- এই প্রেমনয়নার কাছে
বার বার ফিরে ফিরে কেনো আসি!