সত্য ধ্বনি বন্ধে মুখে তালা কুলুপ
শুনতে হবে কর্ণ দু খান রেখে নিশ্চুপ।
নয়নে অবলোকন চারপাশে সঠিক
মননে চিন্তায় বিকশিত সবি ঠিক।
মগজে 'প্রতিবাদ' শব্দ চিরতরে মুছে
হুজুর সমীপে অর্পণ ধাঁচে।
বর্শা বিদীর্ণ আহত বুকে
ব্যথা ভুলে নিশানার প্রশংসা এঁকে,
শুভ যাত্রায় আপন নাক কেটে
যতটুকু ভাল, সুখ ততটুকু বটে।
মুল্লুকের অধিকারি বলবান
সহজে মানতে করি আহ্বান।