এই রাজ্যে নেই কোন প্রজা
তবু আমি রাজা
উড়তে চাইলে উড়ি
ঘুরতে চাইলে ঘুরি।
অর্থ নাই কাড়ি কাড়ি
থাকার নাই আলিশান বাড়ি।


নাই কণ্ঠ নাই সুর
গাহি তবু মধুর।
কেহ শুনে না আমার গান
শিল্পী আমি মূল্যবান।


কারো ধার ধারি না
কারো পা চাটি না
নিজের থাকলে খাই
শূন্য হস্তে উপোস কাটাই।


দামী কাপড় পড়ি না
দামী গাড়ি চড়ি না।
বর্ণ কালো চেহারা
তবু আমি সেরা।


তুষ্ট মনে দিচ্ছে সাড়া
কবি মনে উচ্ছ্বাস ভরা
যতটা পেয়েছি জীবনের মজা
আমার রাজ্যে আমি-ই রাজা।