বিশ্বাস - ভক্তি নয়, বিশ্বাস গেছে মরে,
বর্তমানে বিশ্বাস রয়েছে ছলনায় ভরে।
প্রথম প্রথম দিবে সম্মান,তারপরে আর কি,
অবশেষে মুছন হবে বিশ্বাস নামের শব্দটি।


আমানতের খেয়ানত,ওয়াদা ভঙ্গ করে যারা,
হাদীসেতে প্রমাণ মিলে,মুনাফেক তারা।
সত্য নয়,মিথ্যা তাদের মুখের ভাষা,
চিরস্থায়ী জাহান্নাম,ধোঁকাবাজ দের বাসা।
মানুষ ঠকিয়ে ধনবান হয় যে জন,
একদিন তাকে ঠকাবে,তাহার প্রিয় স্বজন।


দরিয়ার মাঝে আছে যত,অবিশ্বাসী প্রাণী,
সবার মাঝে মানুষ সেরা,ইতিহাস কয় জানি।
আছে ভুরি ভুরি, নেই কোনো অভাব,
সহজ-সরল হৃদপিণ্ড, নিঃস্ব করার স্বভাব।


মিষ্টি মধুর বুলি, সমৃদ্ধ ছলনার বিশ্বাস,
ফাঁদে ফেলে,টেনে ধরবে আছে যতটুকু নিশ্বাস।
তাইতো বলি সাবধান, যদি বাঁচতে চাই,
জানতে হবে,আছে ছলনা,বিশ্বাস রত্ন নাই।