❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌
রাত পোহালে ভোরে ছুটির সীমা শেষ
আধার কেটে দ্রুত ঝলমলে আবেশ।
নাড়ির বন্ধনের মানুষগুলো ছেড়ে
কর্ম স্থানে যাওয়ার প্রস্তুতি একা দূরে।
স্ফুর্তি ফুরিয়ে মম যাতনায় ব্যথিত বক্ষ
যেতে হবে তবু, বিদায় ক্ষণে কণ্ঠ রুক্ষ।
সান্ত্বনা কিছু দিন বা কয়েক মাস পরে
ছুটি আসব বারংবার ছোট্ট সুখের নীড়ে।
কিন্তু যেদিন জীবন থেকে ছুটি হবে
অচিন দেশে পরপারে ঠিকানা হবে,
হিসাবের লেনদেন চুকিয়ে নিষ্ঠুর ভবে
স্বপ্ন ভেঙে, কতিপয় চোখে অশ্রু থাকবে।
ভাবতে বড্ড অসহায়ত্বে চেতনা ভরপুর
প্রকৃতি কেন এত নিষ্ঠুর?
❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌