পৃথিবী জুড়ে আছে যত রকম খাদ্য
সবার মাঝে ঘুষ সেরা, মানতে বাধ্য।
ঘুষখোর নয় তারা,করে পরোপকার
ঘুষ খেয়ে সবি করে পূর্ণ, বারংবার।
বলো না ঘুষ, বলো এন্টিবায়োটিক
যা হওয়ার নয়, তাই হয় ঠিক ঠিক।
সত্য হয় মিথ্যা, আর মিথ্যা হয় সত্য।
ঘুষের দ্বারা ন্যায়- নীতি হচ্ছে বিলুপ্ত
ঘুষ খেয়ে যদি ওরা হয় ঘুষখোর
তব ঘুষ দিয়ে নয় কেন বিবেকখোর।
ঘুষে তিল হয় তাল, তাল হয় বেতাল
ঘুষ পেয়ে, অন্যায়ে মত্ত বেসামাল।
ঘুষের টাকায় বউ বাচ্চার আয়েশ
ভোগের সুখে উড়ে মিটাচ্ছে খায়েশ
চাকুরি পেয়ে অযোগ্য লোকের ফুর্তি
আলাদিনের চেরাগ সবি ঘুষের কীর্তি।
ঘুষের জোরে, ঘুরছে খুনী বুক চিতিয়ে
ধর্ষণ করে হুমকি দিচ্ছে, আঙ্গুল উচিয়ে।
মরছে ধুকে কাঁদছে ঘরে, অসহ্য যাতনে,
ঘুষের কাছে নীতি হারে, অন্যায্য ভুবনে।