তোমাদের চোখে কেন এত জল?
সবসময় নয়ন টলমল
পুষ্প আঘাতে গড়িয়ে পড়ে।
এমন আঘাতে যদি বের হতো জল
তবে আমাদের অশ্রু দিয়ে
সৃষ্টি হতো হাজারো নদী যুগ যুগ ধরে।


কত শাশুড়ীর মন খুশি করি!
বের হয়ে দেখ চার দেয়াল ছাড়ি।
কত আঘাত সয়ে মনে
জীবন যুদ্ধে আছি রণে!