🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
করোনা যখন ছিল চীনের উহান
শুনেছি লকডাউন, কোয়ারেন্টাইন।
গ্রাম কিংবা শহর, সর্ব জনে
উৎসুক খুঁজে শব্দ দুটোর মানে।
আজ আর নেই অচেনা কেহ
এমন অবুঝ খুঁজে নাহি পাবো।
নিজ তটে যখন কোয়ারেন্টাইন
লকডাউনে বন্দী দেহ,নহে প্রাণ।
লক্ষণে করোনা'র প্রথম নিশান
যেতে হতে পারে আইসোলেশান।
গলে যখন দেয় গরম লোনা জল
জিহ্বা ঠোঁট পুড়ে নয়ন টলমল।
বাঁচার জন্য কত যে কাহিনী করি
আয়ু শেষে যমদূত দিবে নাহি ছাড়ি।
জীবনের মানে বুঝে গেছি আজ
মৃত্যু চরম সত্য বাকী কপট সাজ।
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷