আহা! হৃদয়ে মম বিষের বাঁশি বাজে
তাহার চোখ মুখ রঙ্গিন স্বপ্ন খুঁজে।
অনুভবে হাতড়ায় হারানো স্মৃতি
তাহার কল্পে সুখ স্বর্গের আরতি।
আমার দুশ্চিন্তায় গড়মিল জীবনের হিসাব
তাহার চঞ্চলা মনে কত প্রশ্নের আবির্ভাব।
কিসে যাতনা বুঝিতে অক্ষম সে
অভিমান করে তীর ছুঁড়ে অবশেষে।
আমার ভুবনে মা হারানো অবুঝ শিশু
বেঁচে থাকার সর্ব আশা,সোনামণি দের পিছু।
তাহার চেতনায় স্বামীর রোমাঞ্চ ছোঁয়া
কথা'র বন্যায় গল্প পবনে স্ফূর্তি নেয়া।
তাহার আশা কিংবা চাওয়া অমূলক নয়
তাল মিলিয়ে যায় চালিয়ে,আর কত অভিনয়।
যে হৃদয় হয়েছে দখল,যৌবনের প্রাতঃ কালে
কিবা পন্থায় সে হৃদয়ে অন্য জনা'র স্থান মিলে!