🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
প্রতিটি ঘরে প্রতিটি সংসারে
বিনা বেতনে যারা কর্ম করে।
নেই ছুটি, নেই কোন কর্ম ঘণ্টা
আজব পেশা,গৃহিণী নাম তাহা।
বহুমুখী প্রকল্প বিরাজমান তাতে
ছুটছে দেহ রথ,দিবা কিবা রাতে।
গৃহিণী'র মাঝে অবজ্ঞার ঘ্রাণ
বৃহৎ পেশা ভবে, তব নেই মান।
সুস্বাদু খাবার করে যে রান্না
কদাচ মূল্য জুটে দু চোখে কান্না।
অসুখ বিসুখে নেই পরিত্রাণ
এই চলছে জীবনের জয়গান।
পরিশ্রমী কে? হয় যদি তুলনা
নারীর দিকেই পাল্লা বারো আনা।
গৃহিণী তোমার তরে লাল সালাম
তুমিই শ্রেষ্ঠ জানিয়ে কাব্য দিলাম।
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷