তীব্র রোষানলে ফুঁসলে উঠি
তেলে বেগুনে জ্বলে উঠি।
জেতার জন্য মরিয়া আগে
ছারখার করার অভিপ্রায় জাগে।
বিবেক জ্ঞান বন্দি রাখি
অন্যায্য চিন্তায় রক্তবর্ণ আঁখি।
মরার আগে শতবার মরি
সুযোগ বুঝে দম্ভ গড়ি।
লেশ মাত্র ভাবনা নাই
যদি পা পিছলে হোঁচট খাই।
যদি খাদে পড়ে নর্দমায় ডুবি
শক্তি বল ব্যর্থ সবি।
গলায় বিঁধলে কাঁটা ডলা ডলি করি
চোখে পড়িলে বালি ঘষাঘষি করি।
ছোট্ট রণে বিজয়ী হয়।
কিন্তু জীবন চলার পথে
উল্টো রথে একবার কলুষ হলে
ফাঁসির রসি ঝুলবে গলে।
বেঁচে থাকলে সেটি হয় যন্ত্রণার অনল তটিনী
উদ্রেক আর উৎকণ্ঠায় প্রতি দিবস রজনী।