রাস্তার দুপাশে শনিবার বুধবার
হাটে কত লোক আসে করিতে বাজার।
এই গ্রামে বড় হয়েছি আমি
যাহা অনুভবে সবচেয়ে দামী।
শৈশব কৈশোর ছোটবেলা
সুখে দুঃখে জীবন লীলা।
দক্ষিণে উত্তরে কত জমি
স্মৃতি বিজড়িত প্রিয় ভূমি।
রোদের প্রহর কিংবা মেঘলা আকাশ
ছুটেছি দুরন্ত এপাশ ওপাশ।
হাতনীর বিলে ছোট কালে
রাঙ্গাইতাম শরীর কাঁদা জলে।
দক্ষিণ থেকে উত্তরে মায়াবী বিশাল
আঁকাবাঁকা প্রিয় পূর্ব পাড়ার খাল।
স্কুল মাঠ কিংবা সবুজ ঈদগাহে বসে
হতো আড্ডা মনের জোশে।
গোল্লা ছুট কিংবা ডাংগুলি
খেলাধুলায় রঙ্গিন দিনগুলি।
এপাড়া ওপাড়া সবি ছিলো এক সুতো গাঁথা
কালের পরিক্রমায় সবি আজ ইতিহাসের পাতা।