লাল বেনারসী শাড়ি পড়ে,
স্বপ্ন প্রবাস বন্ধুর ঘরে।
ক্ষণে ক্ষণে সময় যায়,
বন্ধু আমার প্রবাসে যায়।
বিমান বন্দরে যাইতে মানা,
নববধুরে কেউ বুঝে না।
যাইবার কালে জল ফেলিয়া,
বলেছিলাম যেয়ো না ভুলিয়া।


শশুর বাড়ি,মধুর হাড়ি,
আমার জন্য নয়,আমি নারী।
দিনটা কাটে কষ্টে কাজে,
রাতে বন্ধুর ফোন বাজে।
কত রোমাঞ্চ, কত কথা,
আমার মনে থাকে না ব্যাথা।
কোলে আসে নতুন পাখি,
আমার চেয়ে কেবা সুখী।
মেয়ের চেহারায় বাবার ছবি,
দেখলে মনে হয় বন্ধুর কপি।


নিয়মিত ফোনালাপ,
সৃষ্টি সুখের খুশমেজাজ।
হঠাৎ বন্ধুর ফোন কমে,
সময় যেন গেছে থেমে।
সপ্তাহ থেকে মাস যায়,
নিঠুর বন্ধুর খবর নাই।
ফোন নাই,খরচা নাই,
কলিজা যেন ফেটে যায়।
প্রবাস বন্ধু রেখে আমায়,
মেতেছে এক রঙ্গিন খেলায়।


কোন এক বিদেশিনী,
প্রবাস বন্ধুর নতুন সঙ্গী।
কেটে গেছে অনেক বছর,
শেষ হয় না অপেক্ষার প্রহর।
বাবা ভাইদের বোঝা হয়ে,
অন্ন খাচ্ছি মা মেয়ে।
কবে আসবে সে দিন,
দাঁড়াবো সামনে একদিন।
শত ব্যাথা সহ্য করে,
প্রশ্ন রাখব তার তরে।
ছোট খুকির তের যখন,
বুকে লাগল শেষ দহন।
অজানা অসুখে দূর প্রবাসে,
প্রাণহীন বন্ধু দেশে আসে।