শরীর মনে আজ লাগিলো দোলা
হৃদয় দ্বারে হাসিলো বসন্ত বেলা।
শিমুল শাখায় থোকা থোকা রক্তিম ফুল
মৌ মৌ ঘ্রাণে গাছে আমের মুকুল।
নতুন কিশলয়ে সবুজ গাছপালা
দক্ষিণা বাতাসে বসন্ত মেলা।
বউ কথা কউ আর কোকিলের ডাক
ফসলের মাঠে রবি শস্য ও বোরো ধানের জাঁক।
ঠুকরে খায় শিমুলের বীচি হলুদ ঠোঁটে ময়না
গাহে গান দোয়েল পাপিয়া প্রকৃতি যেন পূর্ণ যৌবনা।
প্রেমিক বসিয়া গাছতলে ছন্দ খুঁজে আনমনে
ঋতুরাজ আসিলো রঙিন প্রচ্ছদ বিহঙ্গ মনে।।