ছোট্ট একটি প্রাণী,
সবাই তারে চিনি।
আজব লীলা বিধাতার,
মানুষের রক্ত খাবার যার।


মশা তার নাম,
ঘুম করে হারাম।
ঘরের ভিতর লোকে,
কয়েল জ্বালায় বাঁচতে।


তারপরেও রক্ত খায়,
না খেয়ে তার থাকা দায়।
ছড়ায় ডেঙ্গু, ম্যালেরিয়া,
মারছে মানুষ কামড় দিয়া।


মনে প্রশ্নের উদয়,
বিধাতার কাছে কয়।
রক্ত কেন খাবার হয়,
পানি কেন নয়?