কালে কালে রংগিলা পিরিত রাংগিয়েছে ভুবন,
অসম প্রেমের বিষম জ্বালা, অজ্ঞ পিরিত মন।
জাত- কুল, ধর্ম- বর্ণ, উঁচু- নিচু ব্যবধান,
পরাজিত সমাজ রীতি,ব্যার্থ সব ধ্যান জ্ঞান।


কত কাব্য,কত প্রবন্ধ লেখা পিরিত নিয়ে
কত শিল্পী গাহে গান, ভাবের কথা দিয়ে।


বুড়ার প্রেমে মন মজে, ত্রয়োদশী বাঁধে ঘর
অবাক সকলে, চারপাশে আলোচনার ঝড়।
ভীমরতি নয়, লেগেছে মনে বসন্তের হাওয়া,
আপসোস আর উদ্রেকে কারাগারে যাওয়া।


পিরিতের জন্য নিষ্ঠুর ভয়াবহ পরিণাম,
ইতিহাসের পাতায় লেখা কত শত নাম।
ডুব দিয়ে প্রেম সাগরে,হলো অপরাধী
গর্দান গেছে বিচারে,থামেনি প্রেম রতি!